খুব শীঘ্রই ডিসনি প্লাস হটস্টারে আসতে চলেছে এপিক ওয়েব সিরিজ ‘দ্য এম্পায়ার’।সদ্যই মুক্তি পেল সিরিজের টিজার।সিরিজ যে রীতিমতো আকর্ষক হতে চলেছে সেটা কিন্তু টিজারে চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে।একসময় কাল হো না হো কিংবা ডি ডে-র মতো অনবদ্য ছবি দর্শকদের উপহার দিলেও ইদানিং প্রযোজকের ভূমিকাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন পরিচালক নিখিল আডবানি।দ্য এম্পায়ার-এর অন্যতম প্রযোজক তিনিই। সিরিজের পরিচালক মিতাক্ষর কুমার।জমজমাট এই সিরিজে কে বা কারা অভিনয় করবেন তা প্রকাশ্যে আসেনি টিজারে।এমনকি সিরিজের কাস্টিং নিয়ে এখনই মুখ খুলতে নারাজ প্রযোজক নিখিল আডবানিও।খুব শীঘ্রই মুক্তি পাবে সিরিজের ট্রেলার।তখনই সব প্রশ্নের উত্তর মিলবে।গেম অফ থ্রোনসের মতো সিরিজের সঙ্গে সমানে পাল্লা দেবে নিখিলের দ্য এম্পায়ার।টিজার দেখে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।