কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শুক্রবার সকালে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে নামল ধস। সকাল বেলা অফিস টাইমে চোখে পড়ে এই ধস। দীর্ঘ ২০০ মিটার জায়গা জুড়ে নেমেছে এই ধস।
বরাহনগর এবং দক্ষিণেশ্বর এর মধ্যের লাইনের বেশ কিছুটা অংশের মাটি বসে গিয়েছে। যদিও ব্যাহত হয়নি পরিষেবা। তবে, এই অংশ জুড়ে ধীর গতিতে চলছে মেট্রো।
আরও পড়ুন- শুক্রবার থেকে বাড়ছে মেট্রো, শনিবার শুধু স্টাফ স্পেশাল
ইতিমধ্যেই লাইন সারানোর কাজ শুরু হয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, লাইনের কোনও ক্ষতি হয়নি। বৃষ্টির কারণে লাইনের পাশের মাটি বসে গিয়েছে।
আরও পড়ুন- কেন চালু হচ্ছে না লোকাল ট্রেন, জবাব মমতার
দৈনিক মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার থেকেই সারাদিনে ২২০ টির বদলে ২২৮ টি মেট্রো চালানো হবে। আর সেই দিনেই সকালে এমন দুর্ঘটনায় আতঙ্কে যাত্রীরা। তবে, মেট্রো যাত্রীদের কোনও ভয় পাওয়ার কারণ নেই বলেই জানাচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরা।
যদিও অত্যন্ত ধীর গতিতে মেট্রো চলছে। ফলে কর্মস্থলে যেতে দেরি হচ্ছে অফিস যাত্রীদের। বাড়ছে ভোগান্তি।