কলকাতা: গোরু ও কয়লা পাচার মামলার অভিযোগ ও সিবিআই তদন্ত থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন বিনয় মিশ্র। বুধবার কলকাতা হাইকোর্ট তাঁর সেই আবেদন নাকছ করেছে। ফলে, এই মামলায় সিবিআইয়ের তদন্তে আর কোনও বাধা রইল না।
আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআই নির্দ্বিধায় বিনয় মিশ্রের কাণ্ডের তদন্ত করতে পারবে। আদালত তাঁকে কোনও রকম রক্ষাকবচ দেয়নি। প্রয়োজনে সিবিআই তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতারও করতে পারবে।