জীবন থেকেই শিক্ষা নিয়েছেন বাংলা ছবির ফার্স্ট পার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই তিনি জীবনকেই কুর্নিশ জানালেন শিক্ষক দিবসে। তাঁর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেন। প্রত্যেকেই জীবন থেকেই শিক্ষা নিয়েছেন।
আরও পড়ুন :বলিউডি ছাত্রদের শিক্ষক দিবস
শিক্ষক দিবসে প্রত্যেকেই তাঁদের শিক্ষা গুরুদের মনে করেছেন প্রণাম জানিয়েছেন। বাংলা ছবির তারকারাও তাঁদের গুরুদের প্রণাম জানিয়েছেন। যেমন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন ইনস্টাগ্রামে তাঁর মা ও বাবা কৌশিক সেন ও রেশমী সেন এর ছবি শেয়ার করে জানান তাঁর যা কিছু শিক্ষা এই দুজন থেকেই শুর হয়েছে, তাই শিক্ষক দিবসে তাঁদের প্রণাম জানান। অভিনয়ের জীবনে ঋদ্ধির হাতে খড়ি তাঁর বাবা মার থেকেই হয়েছে।
এই রকমই ভাবনা অভিনেতা অর্জুন চক্রবর্তীর। তিনি তাঁর মা ও বাবা সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর ছবি দিয়ে জানান, জীবনে অনেক শিক্ষা গুরু এসেছেন, তবে এই দুজন মানুষ তাঁর প্রথম শিক্ষা গুরু। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় জানান ,”একটি শিশুর মধ্যে থেকে ভালো গুন গুলোকে ঘষেমেজে প্রকৃত মানুষ করার কাজ করেন শিক্ষকরা। তাই শিক্ষকদের ধন্যবাদ জানানোর ভাষা কম পড়বে, শুভ শিক্ষক দিবস। “