ঝালদা: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ফের একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল হওয়া এই অডিওটি যাচাই করে দেখেনি কলকাতা টিভি ডিজিটাল। এই ভাইরাল হওয়া অডিওটির কথোপকথন হয়ছে পুরভোটের আগে।
এর আগে ঝালদা থানার এক আধিকারিকের সঙ্গে তপনের ভাইপোর ফোনে কথাবার্তা ভাইরাল হয়েছিল। যেখানে শোনা গিয়েছিল, তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগদানে প্রভাব খাটাতে। তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। এবার আবার স্থানীয় এক তৃণমূল নেতার অডিও ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসকদল।
আরও পড়ুন: Petrol-Diesel Price Hike: ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের
ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে, ঝালদার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী অমল কান্দু নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে ফোন করে টাকাপয়সা দেওয়ার কথা বলছেন। এছাড়াও তপনকে আগামিদিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হবে, সেটাও ফোনে শোনা যাচ্ছে। পাশাপাশি একটি পুকুরের কেস নিয়েও কথা বলতে শোনা যাচ্ছে তৃণমূল কর্মী অমল কান্দুকে।
এ ব্যাপারে নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বলেন, এইভাবেই তৃণমূলের ছোট থেকে বড়, সব নেতা-কর্মীরাই হুমকি দিত আমার কাকু তপন কান্দুকে।
আরও পড়ুন: Bankura Corruption: বাঁকুড়ার জেলাশাসকের বিরুদ্ধে ‘দুর্নীতি’, ‘সিন্ডিকেটরাজ’এর অভিযোগে লিফলেট
যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই অমল কান্দু স্বীকার করে নেন ওই কণ্ঠস্বরটি তাঁর। তবে তিনি দায় এড়াতে বলেন, ওরা যেভাবে বলতে চাইছে, সেভাবে বলিনি। ভোটের আগে তৃণমূল পাটি অফিসে যা আলোচনা হয়, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি তাঁকে তৃণমূলে যোগদানের কথা বলেছিলেন।