তাঞ্জাভুর: তামিলনাড়ুতে মন্দিরের শোভাযাত্রার রথে বিদ্যুৎবাহী তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু-সহ ১১ মৃত্যু হয়েছে। আহত আরও ১১ জনকে তাঞ্জোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারবর্গকে শোক ও সহানুভূতি জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
তাঞ্জাভুর জেলার কালিমেন্ডুতে আপ্পারস্বামী মঠের রথযাত্রার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এটি একটি শিব মন্দির। শৈব উপাসক আপ্পারস্বামীর নামে তৈরি এই মন্দিরটি। মঙ্গলবার মধ্যরাত থেকে মন্দিরের উৎসব শুরু হয়। রীতি অনুযায়ী শোভাযাত্রা করে রথ বের হয়। ভোর রাত সওয়া ৩টে নাগাদ হাইটেনশন তারের সঙ্গে রথের চূড়া লেগে যায়। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন বেশ কয়েকজন। দুই শিশু সহ কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন অনেকেই। রথের ভিতরে এবং বাইরে থাকা কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন দুপুরেই ঘটনাস্থলে যাবেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
আরও পড়ুন: Accident: দুর্ঘটনার কবলে অনুব্রতর দেহরক্ষীর গাড়ি, মৃত এক শিশু সহ ২
পুলিস সূত্রে খবর, রথটি নিয়ে মোড় ঘুরতে গিয়েই এই বিপত্তি হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন টুইট করে মোদি নিহত পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণাও করেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।