বীরভূম: ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিস, দাবি মাওবাদী যোগ সন্দেহে গ্রেফতার টিপু সুলতানের বাবা শেখ কামালউদ্দিনের। তাঁর দাবি, বাড়ি থেকে জোর করে ছেলেকে তুলে নিয়ে এসেছে পুলিস। তিনমাস বাড়ির থেকে বেরোয়নি ছেলে। পুলিস উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন করছে। রবিবার মাওবাদী যোগ সন্দেহে টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিস। সোমবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। আগামী ৩ মে এই মামলার ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৮ টি ধারায় মামলা রজু করেছে পুলিস।
পুলিসের দাবি, গত ২৭ জানুয়ারী ২০২২ বারিকুল থানা এলাকায় একটি গ্রাহক সেবা কেন্দ্রে মাওবাদীদের সঙ্গে বৈঠক করেছিল। তারপর থেকেই তারা পালিয়ে বেরাচ্ছে। পুলিসের আরও দাবি, ধৃতদের কাছ থেকে মোট ৩১টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ২০১৬ সালে বেলপাহাড়ি ও ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিস গ্রেফতার করেছিল। অন্যদিকে, ধৃত অর্কদীপকেও ২০১৮ সালে গ্রেফতার করে গোয়ালতোড় থানার পুলিস।
আরও পড়ুন: UP Murder: যোগীরাজ্যে ফের খুন, মিরাটে রাস্তায় দুষ্কৃতীরা কুপিয়ে মারল যুবককে
আগামী ১৫ দিনের মধ্যে জঙ্গলমহলে মাওবাদীরা বড়সড় হামলা করতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খবর এসেছে। তার ভিত্তিতেই তৎপর হয়েছে পুলিস। আগামী ১৫ দিনের জন্য রাজ্যে জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত থানাগুলিতে হাইএলার্ট জারি করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে সমস্ত স্তরের পুলিসকর্মীর। এ নিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য বৈঠক করেছেন এই সব জেলার পুলিশ সুপার ও অন্যান্য অফিসারদের সঙ্গে ৷ এই পরিস্থিতিতে তল্লাশি চালিয়ে দুজনের গ্রেফতার করল পুলিস।