শাহিনবাগ: শাহিনবাগের উচ্ছেদ-কাণ্ডে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, ভুক্তভোগীদের কোনও পক্ষই আদালতে কোনও আবেদন করেনি। একটি রাজনৈতিক দলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের উদ্দেশে বলে, দয়া করে আদালতকে এসবের মঞ্চ করে তুলবেন না। আদালতের এই পর্যবেক্ষণের পরই সিপিএম আবেদন প্রত্যাহার করে নেয়। শীর্ষ আদালতও আবেদনটি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, তারা প্রয়োজন মনে করলে হাইকোর্টে যেতে পারে।
প্রসঙ্গত সোমবার সকালেই দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন শাহিনবাগে দখলদারি উচ্ছেদের অভিযানের নামে। পুরকর্তারা জেসিবি, বুলডোজার ইত্যাদি নিয়ে হাজির হন। স্থানীয় বাসিন্দা এবং যুব কংগ্রেস কর্মীরা উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাঁরা জেসিবি এবং বুলডোজারের সামনে দাঁড়িয়ে উচ্ছেদ নিয়ে আদালতের নির্দেশ দেখতে চান। এরই মধ্যে সিপিএম উচ্ছেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে।
আরও পড়ুন: Bangaon Teacher Arrested: স্কুল মাঠে বসে মদ্যপান, গ্রেফতার তিন শিক্ষক
উচ্ছেদের প্রস্তুতি ঘিরে শাহিনবাগে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা দেখা দেয়। অভিযানের বিরুদ্ধে প্রচুর মানুষ এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়দের মধ্যে অনেকে বুলডোজারের সামনে শুয়ে পড়ে স্লোগান দেন। দিল্লি পুলিস অবশ্য এই অভিযান চালানোর জন্য দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাড়তি পুলিস দেয়নি। ওই ঘটনাকে ঘিরে এদিন বেলা পর্যন্ত শাহিনবাগে তুমুল উত্তেজনা ছিল।