কলকাতা: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাওড়া যাত্রাকে ঘিরে শনিবার নিউটাউনে ধুন্ধুমার ঘটল। হাওড়ায় ১৪৪ ধারা জারি রয়েছে, এই যুক্তিতে নিউ টাউনের পুলিস সুকান্তকে বাড়িতেই আটকে রাখে। একাধিক পুলিস অফিসার নিউটাউনের বাড়িতে সুকান্তকে ঘিরে রাখেন। বাড়ির বাইরেও ছিল বিরাট পুলিস বাহিনী। সুকান্ত পুলিস অফিসারদের কাছে লিখিত নির্দেশ দেখতে চান। কিন্তু তাঁরা কোনও কাগজ দেখাতে পারেননি। সুকান্ত বলেন, আপনারা এভাবে আমাকে গৃহবন্দি করে রাখতে পারেন না। বেলা ১১ টা থেকে এ নিয়ে টানাপড়েন চলে। পরে একপ্রকার জোর করেই বিজেপি রাজ্য সভাপতি বাইরে বেরিয়ে পড়েন। পুলিসের সঙ্গে তাঁর এবং দলের কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিস কর্মীদের মারধর করে বলে অভিযোগ। টেনে হিঁচড়ে তাঁদের ভ্যানে তোলা হয়।
সুকান্ত বলেন, পুলিস তৃণমূলের দলদাসের মতো আচরণ করছে। আমার নিরাপত্তারক্ষীদের মারা হয়েছে। আমাকে হেনস্তা করেছে। আমি জানতে চেয়েছিলাম, কেন আমাকে আটকানোা হচ্ছে। এখানে তো ১৪৪ ধারা জারি করা নেই। কিন্তু অফিসাররা কোনও সদুত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: Calcutta High Court: সাম্প্রতিক হিংসা নিয়ে দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে
ইতিমধ্যে অগ্নিমিত্রা পাল-সহ দলের অনেক নেতা চলে আসেন নিউটাউনে। সঙ্গে ছিলেন অনেক বিজেপি কর্মীও। তাদের ঘেরাটোপে বেলায় সুকান্ত বাড়ি থেকে বের হন। পুলিসের সঙ্গে তাঁদের তুমুল ধস্তাধস্তি হয়। তার মধ্যেই সুকান্তর গাড়ি নিউটাউন থেকে বেরিয়ে যায় হাওড়ার উদ্দেশে।