কলকাতা: রাজ্যের সব সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে গত তিন বছরে মোট কত বাংলা ছবির (Bengali Cinema) প্রদর্শন হয়েছে, সেই রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। বাংলার সমস্ত মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন সিনেমা হলকে চিঠি পাঠিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। ৩০ এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি হলে (WB Cinema Hall) বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক। করোনার দাপট শুরুর আগে ২০১৯ সালে থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত কত বাংলা ছবি দেখানো হয়েছে, তারই রিপোর্ট দিতে বলা হয়েছে। ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০২০, ১ এপ্রিল ২০২০ থেকে পরের বছরের ৩১ মার্চ এবং ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত কোন হলে কত সংখ্যক বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে, তা জানাতে বলা হয়েছে।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের চিঠি।
ওয়েস্ট বেঙ্গল সিনেমা রেগুলেশন অ্যাক্টে বলা হয়েছিল, এক বছরের মধ্যে অন্তত ১২০ দিন একটি করে বাংলা সিনেমা দেখাতে হবে হলগুলিকে। সেই নিয়ম মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনের মালিকরা আদৌ মানছেন কি না, সেটাই জানতে চাওয়া হয়েছে ওই রিপোর্টে।
দীর্ঘদিন ধরেই বাংলা চলচ্চিত্র জগতের অভিযোগ, হিন্দি ও ইংরাজি সিনেমার মাঝে ঠাঁই পায় না বাংলার শিল্প। এখন বেশিরভাগ মাল্টিপ্লেক্সে ঢুকে পড়েছে দক্ষিণী ছবিও। সেখান থেকে আয় অনেকটাই বেশি হয়। সেই কারণেই উপেক্ষিত হয় বাংলা ছবি। তাই এবার বাংলা ছবিকে বাঁচাতে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। স্বভাবতই খুশির হাওয়া বাংলা চলচ্চিত্র জগতে।