কলকাতা: কলকাতায় তাপপ্রবাহ পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে অফলাইন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সাউথ পয়েন্ট স্কুল। ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থার কথা ভেবে এই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। আগামী শুক্রবার পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল। তবে অনলাইনে সমস্ত ক্লাস চালু থাকবে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী সপ্তাহে আবহাওয়ার উন্নতি ঘটবে। সেরকম হলে সোমবার থেকে ফের স্কুলে স্বাভাবিক পঠনপাঠন চালু হবে।
সোমবারই রাজ্য স্কুল শিক্ষা দফতর এক নির্দেশিকা জারি করে সমস্ত স্কুলের ক্লাস সকালে করার কথা বলে। সংশ্লিষ্ট স্কুলগুলিকেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করার কথা বলা হয় ওই নির্দেশিকায়। গত কয়েকদিন ধরে তীব্র দহনজ্বালায় জ্বলছে কলকাতা শহর-সহ গোটা রাজ্য। বেশ কয়েকটি জেলায় বইছে তাপপ্রবাহ। আবার কলকাতা-সহ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
এই অবস্থায় কোনও কোনও স্কুলের অভিভাবকরা চাইছেন, হয় গরমের ছুটি এগিয়ে আনা হোক কিংবা আপাতত কয়েকদিনের জন্য স্কুলে ক্লাস বন্ধ রাখা হোক। তবে স্কুলগুলি ক্লাস বন্ধ রাখার বিরোধী। এ্মনিতেই গত দুবছর ধরে করোনার কারণে সমস্ত স্কুল বন্ধ ছিল। পড়ুয়ারা অনেক পিছিয়ে পড়েছে। তাই কোনও স্কুল বা শিক্ষা দফতর চায় না, গরমের কারণে গ্রীষ্মাবকাশ এগিয়ে আনতে বা স্কুল আপাতত বন্ধ রাখতে।
কলকাতায় সাউথ পয়েন্টই প্রথম স্কুল, যারা কিনা তাপপ্রবাহের জন্য আপাতত কদিন অফলাইন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। অন্যান্য বেসরকারি স্কুলগুলো এরপর কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।