দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ এলাকায় নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে অপমান করে কয়েকটি যুবক। সেই অপমান সহ্য করতে না পেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই নাবালিকা। ঘুটিয়ারি শরিফ পুলিস ফাঁড়িতে স্থানীয় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস জানায়, ১৬ বছরের ওই কিশোরী ঘুটিয়ারি শরিফের বিদ্যাধরী পল্লীর বাসিন্দা। গত মঙ্গলবার সকালে বাড়ির ভিতর থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। পরিবারের অভিযোগ, কয়েক মাস ধরেই স্থানীয় এক নাবালক যুবক তাকে উত্যক্ত করছিল। প্রেমের প্রস্তাবে মেয়েটি রাজি না হওয়ায় বারবার তাকে বিরক্ত করছিল ওই যুবকের বন্ধুরা। গত সোমবার রাতে এক দূর সম্পর্কের দাদুর সাথে মেয়েটির বাড়িতে আসে যুবকটি। সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মেয়েটিকে অপমানজনক কথা বলে দাদু ও নাতি। অভিযোগ, তারপরের দিন বাড়ির সবাই কাজে বেরিয়ে গেলে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। তাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।
আরও পড়ুন: Amit Shah in Bengal: রাজ্য বিজেপির কোন্দলের মাঝেই দু’দিনের বঙ্গ সফরে শাহ
তদন্তে নেমেই ওই যুবক ও তার দাদু মনোরঞ্জন হালদারকে গ্রেফতার করে পুলিস। আরও এক যুবকের খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত, তাও খতিয়ে দেখছে পুলিস।