করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের ব্যানারে ফিরতে চলেছেন কেজোর অন্যতম প্রিয় ছাত্র সিদ্ধার্থ মালহোত্রা।মাই নেম ইজ খান ছবিতে করণের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার পর ২০১২তে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে ডেবিউ করেন সিদ্ধার্থ।প্রথম ছবিতে নজর কাড়ার পর আর ফিরে দেখতে হয়নি সিডকে।এরপর থেকে ধর্মার ঘরের ছেলে হিসেবেই পরিচিত হয়েছেন তিনি।যখনই করণ ছবির জন্য ডেকেছেন সবকিছু ভুলে করণ স্যারের কাছে ছুটে গেছেন সিদ্ধার্থ।২০১৬সালে করণের সহপ্রযোজনায় ‘বার বার দেখো’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল এক ভিলেনের হিরোকে।তবে গত পাঁচ বছরে আর কেজোর ডাক পাননি সিদ্ধার্থ।
কয়েক বছর ধরেই সিদ্ধার্থের বাজারও কিন্তু মোটেও আশাজনক নয়।তবে সদ্যই একগুচ্ছ ছবিতে কাজ করছেন সিড।কিছুদিন আগেই বিগবাজেট ফিল্ম ‘শেরশাহ’র শ্যুটিং শেষ করেছেন তিনি।চলছে থ্যাঙ্ক গড,মিশন মজনুর শ্যুটিং।পাশাপাশি অল্লু অর্জুনের দক্ষিণী ব্লকবাস্টার ডিজে-র হিন্দি রিমেকেও দেখা যাবে সিদ্ধার্থকেই।এরই মধ্যে মিলল বড় সুখবর।ফের প্রিয় স্টুডেন্টকে ডেকে পাঠিয়েছেন করণ জোহর।শোনা যাচ্ছে এই ছবিতে চুটিয়ে রোম্যান্স করতে দেখা যাবে সিদ্ধার্থকে।পাশাপাশি ছবিতে থাকবে দুর্দান্ত অ্যাকশনও।দীর্ঘদিন পর করণ স্যারের ছত্রছায়ায় ফিরতে পেরে সিদ্ধার্থ যে রীতিমতো আনন্দে রয়েছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।