কলকাতা টিভি ওয়েব ডেস্ক : মুম্বইয়ের বৃষ্টি মানেই রিমঝিম গিরে শাওন। মুষলধারে বৃষ্টি মুম্বইয়ে। আর সেই ভারী বৃষ্টিতে এক পথকুকুরকে ছাতার নীচে আশ্রয় দিয়েছেন মুম্বই তাজ হোটেলের এক কর্মী। মুহূর্তে ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি আমাদের চোখে পড়ে যা এক মুহূর্তে আমাদের মন ভালো করে দেয়। তেমনই এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর হোটেলের এক কর্মী ছাতার নীচে আশ্রয় দিয়েছে এক পথকুকুরকে। এই ছবি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল। জয় করেছে লক্ষ নেটিজেনদের মন।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে চোখে পড়ে ওই কর্মীর বসেরও। সেই বস অন্য কেউ নন, টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। তিনি সেই ছবিটি দেখামাত্রই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। তিনি লেখেন, মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় এটি একটি সুন্দর ছবি। কর্মী খুবই দয়ালু তাই ভাগ করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় আপলোড রতন টাটার এই পোস্ট সারা ফেলে দেয় নেট দুনিয়ায়। যা রতন টাটার অনুগামীদেরও চোখ এড়ায় না।
কুকুরদের নিয়ে ছাতার নীচে কলকাতা পুলিশ
আরও পড়ুন : দীর্ঘদিন গা ঢাকা দিয়েও লাভ হল না, পুলিশের জালে শহরের কুখ্যাত গ্যাংস্টার সোনা পাপ্পু
গত কয়েকদিন ধরে যেভাবে শহর এবং রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে তাতে বহু মানুষই অনিশ্চয়তায় ভুগছেন। বৃষ্টিতে সবাই একটা মাথা গোঁজার আশ্রয় খোঁজে। সে মানুষ হোক বা পশু। সম্প্রতি কলকাতায় এইরকমই এক ছবি দেখা গিয়েছে। যেখানে বৃষ্টির মধ্যে পার্ক সার্কাসে সাত মাথার মোড়ে রাস্তার যানজট সামলাচ্ছেন এক ট্রাফিক পুলিশ। সেখানে তাঁর ছাতার নীচে আশ্রয় নিয়েছে আরও কয়েকজন। তারা আর কেউ নয়, রাস্তার কুকুর। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই মন কেড়েছে নেটিজেনদের।