ডায়মন্ড হারবার: লোকাল ট্রেনে যাত্রীদের সঙ্গেই সওয়ার ঘোড়াও। সেই ছবি ভাইরাল হতেই তদন্তের নির্দেশ দেয় পূর্ব রেল কর্তৃপক্ষ। শুক্রবার আরপিএফের তদন্তে জানা গিয়েছে, দক্ষিণ বারাসত থেকে ওই ঘোড়া নিয়ে ওঠে ঘোড়ার মালিক। এরপর নেতরা স্টেশনে নেমে যান ওই মালিক। ইতিমধ্যেই পুলিস মালিকের খোঁজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ছবিটি ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালের ভেন্ডর কামরার। ভিড় ট্রেনে দাঁড়ানো যাত্রীদের পাশেই দেখা যাচ্ছে ঘোড়াটিকে। সঙ্গে রয়েছে ঘোড়ার মালিকও। লোকাল ট্রেনে ছাগল নিয়ে যাতায়াত করতে প্রায়ই দেখা যায়। তাই বলে গরু, ঘোড়া? এমন দৃশ্য সাধারণত দেখা যায় না। তবে শাখার নিত্যযাত্রীরা তাঁদের অভিজ্ঞতা থেকে জানান, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ফাঁকা চাষের জমিতে ঘোড়দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার বারুইপুরে তেমনই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ঘোড়াটি নিয়ে তার মালিক ফিরছিলেন। কে বা কারা তার ছবি তুলে সোশাল মিডিয়ায় দেন। তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: School Service Commission: এসএসসির সব মামলা সোমবার শুনবে হাইকোর্টের নতুন বেঞ্চ