সামনের ১৭জুলাই রাত সাড়ে নয়টা থেকে শুরু হতে চলেছে রণবীর সিংয়ের ক্যুইজ শো দ্য বিগ পিকচার-এর রেজিস্ট্রেশন। শোএর নতুন প্রোমো শেয়ার করে জানিয়ে দিলেন অভিনেতা নিজেই।ক্যুইজ শো দ্য পিকচার দিয়েই ছোটপর্দায় ডেবিউ করতে চলেছেন সিম্বা রণবীর সিং।কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে শোয়ের প্রোমোও।দ্য বিগ পিকচার যে আর পাঁচটা ক্যুইজ শো-র থেকে একদম অন্যরকম হবে সেকথা জানিয়ে দিয়েছিলেন নির্মাতারা।রণবীরের এই ক্যুইজ শোয়ের অন্যতম প্রযোজক সলমন খান।দ্য বিগ পিকচার এর মতো শোয়ের প্রযোজনার দায়িত্বপালন করতে পেরে খুশি তিনি,জানিয়েছিলেন ভাইজান।রণবীরের মতো একজন পারফর্মার শোয়ের হোস্ট হয়েছেন এতেও খুশি সল্লুমিঞা।সব খবর প্রকাশ্যে এলেও এখনও জানা যায়নি কবে থেকে শুরু হবে রণবীরের ক্যুইজ শো দ্য বিগ পিকচার-এর টেলিকাস্ট।তবে সূত্রের খবর,সেই খবরও প্রকাশ্যে আসবে খুব শীঘ্রই।