রানাঘাট: সম্পত্তির লোভে মামাকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল ভাগ্নের বিরুদ্ধে। ঘটনা কুপার্স ক্যাম্প পুরসভা এলাকার। পুলিস অভিযুক্ত বিপুল মণ্ডলকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার।
স্থানীয় সূত্রের খবর, এলাকারই বাসিন্দা মন্টু শিকদার কিছু জমি বিক্রি করে সম্প্রতি ১৮ লক্ষ টাকা পেয়েছিলেন। মামার ওই টাকা এবং আরও কিছু জমির উপর নজর ছিল ভাগ্নে বিপুলের। সেই টাকা হাতানোর চেষ্টাই সে করছিল গত কয়েকদিন ধরে। গত ১৫ এপ্রিল থেকে খোঁজ মিলছিল না মন্টুর। তাঁর দাদার দাবি, মন্টুকে পাশেই ভাগ্নের বাড়িতে দেখা গিয়েছিল। যদিও বিপুল তা অস্বীকার করে জানায় মামা চিকিৎসার জন্য ভেলোরে গিয়েছেন।
আরও পড়ুন : Jalpaiguri Elephant: গজলডোবার লোকালয়ে হাতির পাল
তবে হাটে হাঁড়ি ভেঙে দেয় বিপুলের ১০ বছরের মেয়ে কোয়েল। সে প্রতিবেশীদের জানায়, বাবা পয়লা বৈশাখের দিন মিষ্টির সঙ্গে কিছু খাইয়ে দাদুকে অজ্ঞান করিয়ে মেঝেতে ফেলে রেখেছিল। রান্নাঘরে বাবা একটা বড় গর্ত করে রেখেছিল। কোয়োলের কথা শুনে প্রতিবেশীরা বুধবার বিপুলের বাড়িতে ঢুকতে বাধা পান। পরে আরও অনেকে মিলে জোর করে রান্নাঘরে ঢুকে দেখেন, মন্টু অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে আছেন। রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মন্টুর দাদা এবং প্রতিবেশীরা থানায় লিখিত অভিযোগ জানান বিপুলের বিরুদ্ধে। তার ভিতিতিতে পুলিস বিপুলকে গ্রেফতার করে। জেরার মুখে বিপুল পুলিসকে জানায়, মামাকে মেরে মাটিতে পুঁতে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।