বগটুই: বগটুই গণহত্যা-কাণ্ডে ধৃত সমীর শেখকে সোমবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে তাঁকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। রবিবার সমীরকে গ্রেফতার করে সিবিআই। সমীর শেখ ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের শ্বশুর। উল্লেখ্য, ঘটনার পরদিন থেকে পলাতক লালন শেখ।
রবিবার সমীর গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় সঙ্গে সমীরের যোগ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। মুম্বই থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা লালন শেখ ঘনিষ্ঠ। অগ্নিকাণ্ডের ঘটনায় এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। মোবাইলের সূত্র ধরে জানা যায়, এরা ঘটনার পর মুম্বইয়ে পালিয়ে গিয়ে ঘাপটি মেরে ছিল। বগটুই হত্যাকাণ্ডে রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন-সহ ২৩ জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিস৷ তদন্তভার হাতে পেয়ে ধৃতদের জেরা করে সিবিআই।
আরও পড়ুন: Jhalda Murder: ঝালদায় তপন খুনে সিবিআই জিজ্ঞাসাবাদ ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরকে
২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে৷ সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে।