অনুরাগ বসুর লুডো ছবিতে একসঙ্গে কাজ করলেও জুটিতে দেখা যায়নি রাজকুমার রাও এবং সানায়া মালহোত্রাকে।অবশেষে জুটি বাঁধতে চলেছেন তাঁরা।সৌজন্যে তেলুগু ব্লকবাস্টার ফিল্ম হিট-এর হিন্দি রিমেকে।রাজকুমার রাও যে দুর্দান্ত এই কপ থ্রিলারের হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন, গত বছরই জানা গিয়েছিল সেই খবর।কিন্তু এর বেশি কিছুই প্রকাশ্যে আসেনি।সদ্যই জানা গিয়েছে, ছবিতে রাজকুমার রাওয়ের নায়িকা হতে চলেছেন সানায়া মালহোত্রা, এই খবর কিন্তু একদম পাকা।বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা রাজকুমার রাও।তাই নিউটনের অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে দারুণ খুশি দঙ্গল গার্ল।তেলুগু হিট ছবিটি অনেক আগেই দেখে ফেলেছেন নায়িকা।এই ছবি তাঁর খুবই পছন্দের,তাই হিট-এর হিন্দি রিমেকে কাজের অফার পেয়ে একবারের বেশি দুইবার ভাবেননি , এমনটাই জানিয়েছেন সানায়া।সূত্রের খবর,পুরোদমে চলছে ছবির প্রি প্রোডাকশনের কাজ।খুব শীঘ্রই শুরু হয়ে যাবে শ্যুটিংও।