নয়াদিল্লি: ভারতীয় সংবিধান নাগরিকের একটি বড় হাতিয়ার। কিন্তু বিজেপি, আরএসএসের হাতে পড়ে তা বারবার আক্রান্ত হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কে রাজু সম্পাদিত দা দলিত ট্রুথ বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, সংবিধানের উপর এই আক্রমণ নতুন কিছু নয়। যেদিন মহাত্মা গান্ধীর বুকে পরপর তিনটি গুলি চলে, সেদিন থেকেই ওই আক্রমণ শুরু হয়েছে।
রাহুল বলেন, সংবিধান একটা বড় হাতিয়ার অবশ্যই। তবে প্রতিষ্ঠান ছাড়া সংবিধান অচল। অনেকে বলেন, সংবিধানকে রক্ষা করতে হবে। আমিও তা বলি। কিন্তু মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের মাধ্যমে সংবিধানকে কার্যকর করতে হয়। আজ সমস্ত প্রতিষ্ঠান আরএসএসের হাতে। সেগুলি আমাদের হাতে নেই। ফলে সংবিধানও আমাদের হাতে নেই।
রাহুলের মতে, আজকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, দেশের তিন-চারজন শিল্পপতিকে তুলে ধরা হচ্ছে, পেগাসাসের মাধ্যমে রাজনীতিকদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। চারিদিকে শুধু টাকার খেলা। তিনি বলেন, আমি যদি এক টাকা নিতাম, তাহলে আজ বড় বড় ভাষণ দিতাম না, এক কোণে চুপচাপ বসে থাকতাম। তাঁর আক্ষেপ, ইডি, সিবিআই, পেগাসাস দিয়ে আজ রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।
Congress & Dr. Ambedkar gave India a weapon – our Constitution.
But RSS’s capture of institutions has undermined it.
Dalits, Minorities, Adivasis & other weaker sections pay the price of this subversion.
Our fight back must follow the path shown by Bapu, Nehru ji & Babasaheb. pic.twitter.com/hvW9qYbMn7
— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2022
কংগ্রেস নেতা বলেন, উত্তরপ্রদেশের ভোটের আগে আমি মায়াবতীকে জোট করার জন্য বার্তা দিয়েছিলাম। কিন্তু তিনি সিবিআই, ইডির ভয়ে কথাই বললেন না। এই তো অবস্থা। সকলকে বলছি, আসল লড়াই করবে জনতা। বি আর আম্বেদকর এবং কংগ্রেসের অন্য নেতারা সংবিধান রচনা করেছিলেন যে উদ্দেশ্য নিয়ে, আজ তা ব্যর্থ। আজকে দলিত, সংখ্যালঘু, আদিবাসীরা বঞ্চিত। তাদের কথা কেউ ভাবে না। বাপুজি, নেহরু, বাবাসাহেবের স্বপ্ন সফল করার দায়িত্ব আমাদের নিতে হবে।
আরও পড়ুন: Alipore Muder: গণপিটুনির হাত থেকে ভাগ্নেকে বাঁচাতে গিয়ে আলিপুরে খুন মামা
রাহুল বলেন, আমি ক্ষমতার আবহে জন্ম নিয়েছি। কিন্তু ক্ষমতার প্রতি আমার কোনও মোহ নেই। কিছু রাজনীতিক দিনরাত শুধু ক্ষমতার কথা ভাবেন।