কলকাতা: কোনও স্কুল প্রমোশন অস্বীকার করতে পারবে না। রিপোর্ট কার্ডও আটকে রাখা যাবে না, ১৪৫টি বেসরকারি স্কুলকে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি আই পি মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। আদালতের আরও নির্দেশ, ছাত্রদের নতুন ক্লাসে যাওয়ার সম্মতি দিতে হবে এবং সকলকে পড়াশোনা সুযোগ দিতে হবে। কাউকে আটকানো চলবে না।
করোনা পর্বে বেসরকারি স্কুলগুলিতে টিউশন ফি দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলাতেই বুধবার ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, যে সমস্ত পড়ুয়া ৮০ শতাংশ ফি দিয়েছে, তাদের সকলকে নতুন ক্লাসে প্রমোশন দিতে হবে। বাকি ২০ শতাংশ ফি দু’সপ্তাহের মধ্যে দিতে হবে।
আদালত বিষয়টি দেখভাল করার জন্য অফিসারও নিয়োগ করেছে। হাইকোর্টের নির্দেশ, করোনাকালে যেসব পড়ুয়া কোনও ফি দেয়নি, ১০ জুনের মধ্যে তাদের তালিকা আদালতে পেশ করতে হবে সংশ্লিষ্ট অফিসারকে। তবে তাদেরও পরবর্তী ক্লাসে প্রমোশন দিতে হবে।
এদিন মামলা চলাকালীন এজলাসে ভিড় করেছিলেন অনেক অভিভাবক। এজলাসের মধ্যেই স্কুলগলির বিরুদ্ধে কার্যত বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। বিচারপতি মুখোপাধ্যায় তাঁদের বলেন, এজলাসটা বিধানসভা বা লোকসভা নয় যে এখানে চিৎকার করবেন। আদালতের নিয়ম মানুন। না হলে পুলিস দিয়ে বার করে দেব। বিচারপতির এই হুঁশিয়ারি শুনে চিৎকার চেঁচামেচি থামান অভিভাবকরা।