কলকাতা টিভি ওয়েব ডেস্ক : কেন্দ্রে পরপর দু’ বার পদ্মের ক্ষমতায় আসার পিছনে বিজেপি আইটি সেলের ভূমিকা অনস্বীকার্য। এ কথা বিজেপি নেতৃ্ত্ব, রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে বিরোধীরাও বলে থাকেন। কিন্তু ইদানিং বিজেপির সেই ‘স্ট্রং’ অস্ত্রতে কি মরচে পড়তে শুরু করেছে? গত কয়েক মাসে বিজেপির আইটি সেলের ভূমিকায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তা সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল হোক, কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলের পোস্ট দেখে।
মঙ্গলবার দলিত নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বাবু জগজীবন রামের ১১৫তম জন্ম বার্ষিকী ছিল। শ্রদ্ধা জানাতে ছবি সহ টুইট করেন প্রধানমন্ত্রী। জগজীবন রামের ছবির সামনে ঝুঁকে শ্রদ্ধা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রধানমন্ত্রীর পিছনে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী-নেতাদেরও দেখা যায়। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, কী?
Tributes to Babu Jagjivan Ram Ji on his birth anniversary. Our nation will always remember his remarkable contribution be it during the freedom movement or after Independence. He was widely admired for his administrative skills and concern for the poor. pic.twitter.com/2Z1Gh6AGOV
— Narendra Modi (@narendramodi) April 5, 2022
ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিছনে দাঁড়িয়ে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি৷ যিনি প্রায় আড়াই বছর আগে (২৪ অগস্ট ২০১৯) প্রয়াত হয়েছেন৷ আর তা নিয়েই নেটিজেনরা সমালোচনা শুরু করেছেন৷ মোদি-বিজেপির বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ তোলা থেকে শুরু করে মোদির পিছনে অরুণ জেটলির ভূত দাঁড়িয়ে আছেন বলেও কেউ কেউ কটাক্ষ করেছেন৷ কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন, ২০১৯ সালের পর ২০২০,২০২১ সালেও জগজীবন রামের জন্ম বার্ষিকী ছিল৷ তখনও কী এই ছবিটিই পোস্ট করা হয়েছিল? যদি করা হয়ে থাকে, তাহলে কেন? আর যদি এই ছবিটি পোস্ট না করা হয়ে থাকে, এ বছর কেন পোস্ট করা হল?- এরকম হাজারো প্রশ্ন ওঠার পাশপাশি সমালোচনার ঢেউ নেট পাড়ায়৷
আক্রমণ করতেও ছাড়ছেন না অনেকে৷ যোগী আদিত্যনাথ কিংবা নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল তাঁরা নিজেরা ব্যবহার করেন না৷ বিজেপির আইটি সেল কিংবা তাঁদের পছন্দের লোকই সামলান৷ তাঁদের ভুলেই কখনও বাংলার উড়ালপুলের ছবি উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে, ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনেও দেখা যায়৷ যা নিয়ে কম সমালোচনা হয়নি৷ কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর টুইটে পুরনো ছবি পোস্ট! আর এখানেই বিজেপির আইসটি সেলের বর্তমান কাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
আরও পড়ুন-Suvendu Adhikari: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ৭ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দুর্গাচক পুলিসের
যাইহোক, জগজীবন রাম স্মরণে টুইটে লেখা হয়, ‘বাবু জগজীবন রাম জি’র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আমাদের জাতি তাঁর অসামান্য অবদানকে স্মরণ করবে। স্বাধীনতা আন্দোলনের সময় বা স্বাধীনতার পর তিনি তার প্রশাসনিক দক্ষতা এবং দরিদ্রদের কথা চিন্তার জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন।’