কলকাতা: জ্বালানির মূল্য বৃদ্ধিতে রেকর্ড গড়ল কেন্দ্রের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। লিটারপিছু আরও ৮৪ পয়সা বাড়ল পেট্রলের দাম। ন’দিনে আটবার বাড়ল জ্বালানির মূল্য। ফলে ১০৯ টাকা ৬৮ পয়সার পরিবর্তে আজ, বুধবার থেকে কলকাতায় পেট্রলের দাম লিটার পিছু ১১০ টাকা ৫২ পয়সা। ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে৷ লিটার পিছু ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৫ টাকা ৪২ পয়সা। গত ৩ নভেম্বরে কলকাতায় পেট্রলের সর্বোচ্চ দর ছিল লিটার পিছু ১১০.৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর নামছে। কিন্তু ভারত সরকার উল্টো পথে হাঁটছে। সাধারণ মানুষকে নাজেহাল করে লাগামছাড়া হচ্ছে পেট্রল-ডিজেল সহ প্রায় সমস্ত প্রকার জ্বালানির মূল্য। চলতি বছরে ২২ মার্চে মূল্য বৃদ্ধিটা ফের শুরু হয়।
In Chennai, the price of petrol is Rs 106.69 (increased by 75 paise) & diesel is Rs 96.76 (increased by 76 paise) and in Kolkata, the price of petrol is Rs 110.52 (increased by 84 paise) and diesel is Rs 95.42 (increased by 80 paise).
— ANI (@ANI) March 30, 2022
উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট পর্ব মিটলেও জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ার আশঙ্কায় ছিল দেশবাসী৷ আশঙ্কা সত্যি করে চলতি মাসে ন’দিনে ৫ টাকা বেড়েছে পেট্রলের দাম। আর ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ৪ টাকা ৮০ পয়সা। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির যুক্তি দিয়েই দায় সারছেন। গতকাল মঙ্গলবারও সংসদে নির্মলা যুদ্ধ-সাফাই গেয়েছেন। অথচ আন্তর্জাতিক বাজারে ইদানীং অশোধিত তেলের দাম কমছে! যা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কেন তার সুরাহা দেশবাসীকে দেওয়া হবে না? বিরোধীদের এই প্রশ্নের কোনও জুতসই জবাব নেই নির্মলার কাছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি আর ১১৩ ডলারে নেই। বরং তা কমে ১০৬.৫৬ ডলারে পাওয়া যাচ্ছে। আর মার্কিন লাইট ক্রুডের দরও পাঁচ শতাংশ কমে গেছে৷ তা প্রায় ১০০ ডলার মিলছে। কারণ, চীনের সাংহাইয়ে লকডাউন এবং ইউক্রেনে যুদ্ধ ঝিমিয়ে পড়ার কারণেই তেলের দর কমছে বলে জানা গিয়েছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি প্রক্রিয়া যত এগবে, ততই স্থিতিশীল হবে বিশ্ব বাজার। অথচ, তার রেশ ভারতে আসছে না।