কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দেশজুড়ে জ্বলছে জ্বালানি। রোজই দাম বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের। শুধু বড় শহরগুলিতেই নয়, জেলাগুলিতেও আকাশ ছুঁয়েছে পেট্রপণ্যের দাম। এক এক করে প্রায় সব জেলাতেই সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল।
ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গেল মুর্শিদাবাদে। ওই পরিস্থিতিতে বহু বেসরকারি বাস চলাচল বন্ধ রাখলেন মালিকরা। জেলা বাস সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিকে উত্তরোত্তর ডিজেলের দাম বৃদ্ধি এবং অন্যদিকে বীরভূম- কলকাতার রাস্তা খারাপ হওয়ার কারণে বহু বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। মুর্শিদাবাদ জেলায় প্রায় ৭০০ বাসের মধ্যে দু আড়াইশো বাস বন্ধ রয়েছে। বাস বন্ধের ফলে কর্মীরা বেতন পাচ্ছেন না। কোনও কোনও বাস এক বেলা যাতায়াত করছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে বাস মালিক সহ বেসরকারি বাস কর্মীরা।
বাঁকুড়াতেও ডিজেল সেঞ্চুরি পার করল। বুধবার সকাল থেকে জেলার পাম্পগুলিতে ডিজেলের দাম ১০০ টাকা অতিক্রম করল। একইভাবে পেট্রলের পর এবার নদিয়াতে সেঞ্চুরি হাঁকাল ডিজেল। নদিয়ার রানাঘাটে বুধবার ডিজেলের দাম ১০০ টাকা ৪১ পয়সা। সেখানে পেট্রল আরও কিছুটা বেড়ে ১১৫ টাকা ৭৫ পয়সা। ২২ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে মাত্র সপ্তাহ দুয়েকে নদিয়ায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ১০ টাকারও বেশি।
আরও পড়ুন: Jhalda Murder: ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের বন্ধুর রহস্য মৃত্যু, বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
মঙ্গলবারের দাম অনুযায়ী, কোচবিহারে ডিজেলের দাম হয়েছিল ১০০ টাকা ২ পয়সা। পুরুলিয়া শহরে ডিজেলের দাম ১০০ টাকা। পুরুলিয়ার ঝালদাতে ডিজেলের নয়া দাম ১০০ টাকা ৪৭ পয়সা। গত ১৬ দিনে ১৪ বার দাম বেড়েছে জ্বালানি তেলের। বুধবারও লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৮৪ পয়সা। লিটারপ্রতি ডিজেলের দাম বাড়ল ৮১ পয়সা। শহরেও সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলের দাম।
আরও পড়ুন: Petrol-Diesel Price Hike: ১৬ দিনে ১০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, কলকাতায় ১১৫ টাকা পার পেট্রলে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায়, নিত্যদিনই বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। যার আঁচ শুধু মেট্রো শহরে নয়, জেলাগুলিতেও পড়েছে। আর এভাবে পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।