পানিহাটি: পানিহাটির ধানকল এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন এক তৃণমূল কর্মী। শনিবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিসবাহিনী। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ তুলে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাতে থাকেন তাঁরা।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পানিহাটির ধানকল এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় আছে। রাত ১১টা নাগাদ সেই অফিসটিকেই লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা চার চাকার গাড়িতে করে এসে তৃণমূল কংগ্রেস কার্যালয় লক্ষ্য করে বোমা ছোঁড়ে। ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরণ হয়। একটি বোমা ফাটেনি। এরপরই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।
আরও পড়ুন: Weather Update: তাপমাত্রা আরও বাড়বে, আজ বিকেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বারাকপুর মহকুমা জুড়ে প্রায় রোজই অশান্তি বাধতে থাকে। তখন এক-এক করে তৃণমূল পার্টি অফিসগুলির দখল নিতে শুরু করে অর্জুন-বাহিনী। পরিস্থিতি চরমে ওঠে। হামেশাই খুনখারাবির মতো ঘটনা ঘটে।
এরপর বিজেপির উপর অভিমানে অর্জুন সিং ফের তৃণমূলে ফিরে আসায়, বিজেপির অফিস বাস্তুচ্যুত হয়। এবারেও ফের পুরনো অফিসগুলি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সেই নিয়েই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের বোমাবাজি ঘটছে বলে সাধারণ বাসিন্দাদের ধারণা।