শিলিগুড়ি: নেপাল পাচারের আগে প্যাঙ্গোলিন উদ্ধার করল সশস্ত্র সীমা বল। শুক্রবার নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ের একটি গাড়ি থেকে পেঙ্গোলিন উদ্ধার করে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়ান। ঘটনায় গাড়ির চালক-সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে ।
সূত্রের খবর, নকশালবাড়ির অটল সংলগ্ন এশিয়ান হাইওয়ের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্যাঙ্গোলিনটি উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম ফিরোজ খান, ঝরিয়া হেমব্রম, ইক্রামুল হক ও অমিত বসুমাতা। তারা আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরের বাসিন্দা। পরে এনসিবি ওই ধৃতদের বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই প্যাঙ্গোলিনটিকে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল তাদের। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। এর আগেও এই প্যাঙ্গোলিন পাচারের ঘটনা দেখা গিয়েছে।
আরও পড়ুন: এবার খাস কলকাতায় ধর্ষণের শিকার মূক-বধির মহিলা, ধৃত অভিযুক্ত