অবশেষে আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে অভিনেতা জিৎ এর বিগ বাজেট ছবি ‘বাজি’ । এর আগেও এই ছবি মুক্তির তারিখ ঘোষণা হলেও লকডাউনের কারণে তা মুক্তি পায়নি।
গত বছরেই ‘বাজি’র টিজার ,গান মুক্তি পেয়েছিল। ছবির প্রচারও শুরু করে দিয়েছিলেন অভিনেতা প্রযোজক জিৎ। তবে ছবির মুক্তি আটকে যায় করোনা অতিমারির জন্য। এই ছবিটিতে জিৎ এর সঙ্গে দেখা যাবে হিরোইন মিমিকে। ‘বাজি’ ছবির যে গানটি প্রকাশ পেয়েছিল, নেটিজেনরা সেই গানটি বেশ পছন্দ করছিল।
আরও পড়ুন :অক্টোবরে পরম- ঋতার ‘এফ আই আর’
২০১৯ এ ‘অসুর’ মুক্তির পর প্রায় দুবছর হয়েগেছে, জিৎ এর কোন ছবি মুক্তি পায়নি, তাই স্বাভাবিক ভাবেই বাজি মুক্তির তারিখ ঘোষণার পর জিৎ এর ফ্যানরা বেজায় খুশি ।করোনা অতিমারির কারণে বহু বিগ বাজেট হিন্দি ছবি ওটিটিতে মুক্তি পেলেও বাংলা বিগ বাজেটের কোন ছবি ওটিটিতে মুক্তি পায়নি। এই বছরে দুর্গা পুজোতে বেশ কিছু বড় ব্যানারের বাংলা ছবি মুক্তির তারিখ ঘোষণা হলেও জিৎ এর প্রযোজনা সংস্থা কিছুই জানায়নি, অবশেষে গণেশ পুজোর দিন অভিনেতা জিৎ নিজেই তাঁর স্যোশাল মাধ্যমে ‘বাজি’ ছবির ঘোষণা করেণ।
এই মুহূর্তে জিৎ ছোট পর্দায় একটি ডান্স প্রতিযোগিতার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, বলা বাহুল্য ‘বাজি’ নিয়ে খুব শীঘ্রই প্রচারে নামবেন জিৎ। সব ঠিকঠাক চললে মাস্ ফিল্ম ‘বাজি’ যে পুজোর সময় কলকাতা সহ শহরতলির দর্শকদের উপর ভর করেই বক্স-অফিসে লক্ষ্মী লাভ করবে নিশ্চিত এমনই আশা রাখছেন অভিনেতা জিৎ।