ওয়েব ডেস্ক: পেহেলগাম (Pehelgam) হামলায় প্রাণ হারান ২৬ জন ভারতীয়। আর তারপরের দিনই বিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টত জানিয়ে দেন, ‘ জঙ্গিদের কোমড় ভেঙ্গে দেওয়া হবে ‘। আর ঠিক তার ১৫ দিনের মাথায় ভারতের পক্ষ থেকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটিতে হানা দেয় ভারতীয় সেনা। আর সেই অপারেশনের নাম দেওয়া হয় ‘ অপারেশন সিঁদুর ‘ । যেই প্রত্যাঘাত ভারতের পক্ষ থেকে ‘ প্রিসিশন অ্যাটাক ‘ ছিল বলে বারংবার উল্লেখ করা হয়। কিন্তু তার বদলায় পাকিস্তান টানা ৪ দিন ধরে ভারতের জনবসতি থেকে শুরু করে ধর্মীয় স্থানে আঘাত হানে।
আজ সন্ধ্যে ৮ টায় জাতির উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । আর সেই ভাষণ থেকেই তিনি স্পষ্টত জানিয়ে দেন ‘ জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন স্থগিত আছে, বন্ধ হয়নি ‘। অর্থাৎ, ভারতের যে মূল লক্ষ জঙ্গি দমন, তা থেকে ভারত কোনভাবেই পিছু হটবেনা।
আগেই বিভিন্ন বৈঠক থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন ‘ অপারেশন সিঁদুর ‘ এখনও চলছে। আর আজ প্রধানমন্ত্রীও জাতির উদ্দেশে ভাষণ থেকে স্পষ্টত জানিয়ে দেন ‘ জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন স্থগিত আছে, বন্ধ হয়নি’।
দেখুন অন্য খবর