কলকাতা: নিউটাউনের বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৭০ বছরের বৃদ্ধ। বুধবার সকালে নিজের আবাসনের ১০ তলা থেকে ঝাঁপ দেন তিনি। পুলিস জানায়, মৃত ব্যাক্তির নাম রূপ কুমার চৌধুরী।
বুধবার সকালে নিউটাউন থানায় খবর আসে ওই এলাকার এক আবাসনে আত্মহত্যা করেন ৭০ বছরের বৃদ্ধ। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আবাসনের ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন ওই বৃদ্ধ। দুই ছেলে বিদেশে থাকেন। বহুদিন থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেন ওই বৃদ্ধ। তবে এদিন শেষরক্ষা হল না। পুলিসের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন তিনি। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: Anubrata Mandal: সিবিআই দফতরে আসার পথেই গাড়িতে শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতর
নিউটাউন, রাজারহাট, বিধাননগরের মতো এলাকায় বৃদ্ধ-বৃদ্ধাদের একাকিত্ব একটা বড় সমস্যা। অধিকাংশ ফ্ল্যাটেই বৃদ্ধ বাবা-মা থাকেন। সন্তানরা কাজের তাগিদে ভিনরাজ্য বা ভিনদেশে থাকেন। অনেক বাড়িতে প্রবীণদের দেখাশোনার জন্য আয়া রাখা হয়। আবার অনেক বাড়িতে বৃদ্ধ বাবা-মা একাই থাকেন। মনোস্তাত্তিকদের মতে, এই কারণেই একা থাকা প্রবীণরা মানসিক অবসাদে ভোগেন। কখনও কখনও তাঁরা আত্মহত্যার পথ বেছে নেন।