কলকাতা: শিয়ালদার কাছে অ্যান্টনিবাগান লেনে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সোয়া ৮টা নাগাদ অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে পুরনো বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়ে। ধসে পড়ে দেওয়ালের একাংশ। তবে বাড়ি ফাঁকা থাকায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অ্যান্টনিবাগান লেনের ওই বাড়িটির বয়স ৭০ বছরেরও বেশি। এত পুরনো হওয়া সত্ত্বেও সেটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত ছিল না। এদিন সকালে আচমকাই ওই বাড়ির দোতলার বারান্দা ভেঙে পড়ে। বাড়িতে থাকতেন বেশ কয়েকজন। তাঁরা সবাই মালদায় আত্মীয়ের বাড়িতে যাওয়ায় প্রাণে বেঁচে যান।
ওপরে ঘর থাকলেও বাড়ির একতলায় ছিল একটি দোকান। সোই দোকানের মালিক অল্প সময়ের জন্য বাইরে এসেছিলেন। সেই সময়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। অল্পের জন্য রক্ষা পান তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। বাড়ির ভাঙা অংশ সরানোর কাজ শুরু করেন তাঁরা।
আরও পড়ুন: Nusrat Jahan: খোলাপোতা মন্দিরে কালী মায়ের ভোগ রাঁধলেন নুসরত, দিলেন সম্প্রীতির বার্তা
কলকাতায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তির খবর নতুন নয়। এর আগেও একাধিকবার বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। আহিরীটোলা, বড়বাজারের মত জায়গায় এরকম ঘটনা আগেও ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, পুরনো বাড়ি হওয়া সত্ত্বেও বিপজ্জনক বলে ঘোষণা করা হয়নি। আজকেও সেই একই চিত্র। ৭০ বছর পেরিয়ে যাওয়ার পরও কলকাতা পুরসভা সেটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেনি। তবে এদিন বাড়ি ভেঙে যাওয়ায় তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।