কলকাতা: নার্স নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবারও উত্তাল কলকাতা। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। চাকরির দাবিতে সোমবারের পর মঙ্গলবারেও সল্টলেকে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ আটকাতে পুলিসের সঙ্গে ধুন্ধুমার বাধে তাঁদের। পুলিস আধিকারিকদের ধাক্কা মেরে ফেলে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্য ভবন।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা প্রত্যেকেই ২০১৮, ২০১৯, ২০২০ সালের পাশ করা ছাত্রী এবং তাঁরা নার্সিং স্টাফের যোগ্য। নার্সিং রিক্রুটমেন্ট বোর্ডের তরফে ৫০০০ জনের ইন্টারভিউ নেওয়া হলেও তাঁদের মধ্যে ২০০০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তাঁদের আরও অভিযোগ, ২০২১ সালে নার্সিং পাশ করা অনেকে চাকরি পেয়ে গিয়েছেন, অথচ ২০১৮,১৯,২০ সালে পাশ করা এবং ইন্টারভিউতে উর্ত্তীর্ণ অনেককেই চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। এসবের প্রতিবাদেই মঙ্গলবারও নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে হাজির হন স্বাস্থ্য ভবনের সামনে। দ্রুত সমস্যার সমাধান না করলে তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারিও দেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: Post Poll Violence CBI: ভোট পরবর্তী হিংসা, পরেশ পাল ঘনিষ্ঠ আটজনকে সিবিআই নোটিস
একই দাবিতে সোমবারও তুমুল বিক্ষোভ দেখান নার্সিংয়ের চাকরিপ্রার্থীরা। ওইদিনও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি হয়। অনেক বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়েন। নার্সিং রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের দাবি, সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। আইন মেনেই যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।