নিমতিতা: নিমতিতা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার এক। মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণকাণ্ডে তদন্তভার নেয় এনআইএ। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ধৃতের নাম ইশা খান।
সূত্রের খবর, ইশা নিমতিতা বিস্ফোরণকাণ্ডে সমস্ত বিস্ফোরক আরও এক অভিযুক্ত শাহিদুল ইসলামকে যোগান দিত। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে, সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইশাকে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশন বোমা বিস্ফোরণে জখম হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন-সহ ২২ জন। প্রথমে এই ঘটনায় তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। কিন্তু পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্তভার নেয়। তদন্তে নেমে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। এদিন এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন: Madhyamik Student Accident: মাধ্যমিকের রেজাল্ট আনতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রের