নদিয়া: নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। সোমবার রাতে গলার নলি কেটে তিন জনকে খুন করা হয় বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, প্রণয়ঘটিত কারণেই দুষ্কৃতীরা ঘরে ঢুকে খুন করেছে। ঘটনার তদন্তে নেমেছে পলাশিপাড়া থানার পুলিস।
পুলিস জানায়, মৃতদের নাম দমন রাজোয়ার(৫৫), স্ত্রী সুমিত্রা রাজোয়ার (৫০), মেয়ে মালা রাজোয়ার। নদিয়ার পলাশিপাড়ার বাসিন্দা তাঁরা। সোমবার রাতে একদল দুষ্কৃতী তাঁদের ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাঁরা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা চলে আসেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে খুন করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, কোনও প্রেমঘটিত কারণেই এই ঘটনা ঘটেছে।
এটি একটি ব্রেকিং নিউজ। খবরটি কলকাতা টিভি ডিজিটাল সদ্য প্রকাশ করেছে। এ সংক্রান্ত আরও বিস্তারিত খবর কিছুক্ষণের মধ্যেই আপডেট করা হবে। সেই খবর পেতে নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালের হোম পেজে। সমস্ত খবরের খুঁটিনাটি, যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরই কলকাতা টিভি ডিজিটাল খবর প্রকাশ করে থাকে। একেবারে নির্ভুল, তথ্যসমৃদ্ধ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে কলকাতা টিভি ডিজিটাল দায়বদ্ধ। ফেক নিউজের পাহাড় থেকে খুঁজে খুঁজে প্রকৃত খবর পাঠক, দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা টিভি ডিজিটালের সাংবাদিকরা কোনও চেষ্টা সরিয়ে রাখে না