নদিয়া: পাট ব্যবসায়ীর বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ পাট ব্যবসায়ী আজিজুল শেখের মোবাইল থেকে একটি ফোন আসে। তাঁর স্ত্রী সেই ফোনটি ধরেন। ফোনের অপর প্রান্ত থেকে আজিজুল জানান, তাঁকে কোনও একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। তাঁর কাছে যে পাট কেনার আট লক্ষ টাকা ছিল তা নিয়ে নিয়েছে। এমনকী ব্ল্যাঙ্ক চেকে তাঁর সইও নিয়েছে। এখন আবার টাকা চাইছে। তিনি কোথায় আছেন তা জানতে চাওয়া হলে ফোনটি কেটে যায়। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন আজিজুলের পরিবারের সদস্যরা।
কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন নদিয়ার এক পাট ব্যবসায়ী। ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে ওই ব্যবসায়ীর পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ পাট কেনার জন্য বাড়ি থেকে বেরোন চাকদহের তারিণীপুরের বাসিন্দা আজিজুল শেখ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে যাওয়ার কথা ছিল আজিজুলের। বাড়ির কাছেই নৌকায় গঙ্গা পেরিয়ে হুগলির খামারগাছি স্টেশনে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, সেখান থেকেই পূর্বস্থলির ট্রেন ধরার কথা ছিল তাঁর। ওই স্টেশন লাগোয়া একটি গ্যারেজ থেকে আজিজুলের সাইকেলটি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: Child Torture: দু’বছরের ছেলেকে নির্মম প্রহার মায়ের, ভাইরাল ভিডিয়ো
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকাল ৮টা থেকে মোবাইল ফোন বন্ধ ছিল আজিজুলের। তাঁরা বহু চেষ্টা করেও আজিজুলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কোনও এক দালালের মাধ্যমে পূর্বস্থলিতে পাট কিনতে যাওয়ার কথা ছিল আজিজুলের। তাঁর নিখোঁজ হওয়ার পিছনে বড়সড় চক্রান্ত আছে বলে দাবি পরিবারের। বুধবার রাতেই চাকদহ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার।