কাবুল: ওয়ালি সালেক তাঁর পরিবারের সঙ্গে গত সোমবার কাবুলের বাড়িতে ছিলেন৷ সেই সময় বাইরে একটা বিকট শব্দ শুনতে পান৷ ৪৯ বছর বয়সী নিরাপত্তারক্ষী সালেক বলেন, বাড়ির ছাদের ওপর দিয়ে প্লেন উড়ে যাওয়ার পরপরই গাড়ির টায়ার বাস্ট হওয়ার মতো প্রবল শব্দ শুনতে পাই৷ সঙ্গে সঙ্গে ছাদে ছুটে যায়৷ দেখি, আকাশ দিয়ে পরপর তিনটি প্লেন উড়ে যাচ্ছে এবং ছাদে দুটি দেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে৷ তা দেখে আমার স্ত্রী ভয়ে অজ্ঞান হয়ে পড়েন৷
https://twitter.com/AsvakaNews/status/1427199535126777857?s=20
আরও পড়ুন- নেটওয়ার্ক খুঁজতে পাহাড়ে উঠে ক্লাসে মগ্ন পড়ুয়া, নিচে পড়ে মৃত্যু
সে সময় সালেকের প্রতিবেশী বাড়িতে ঢিভি দেখছিলেন৷ তাঁরা সালেক-কে জানায় যে, তাঁরা খবরে দেখছেন দুজন প্লেন থেকে নীচে পড়ছে৷ অর্থাৎ, তালিবান কাবুল দখলের পর প্লেন ফেতে পড়ে যাওয়া সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল৷ সেই ভিডিও-ই খবরে দেখেছেন তাঁরা৷
আরও পড়ুন- নতুন অ্যাকাউন্টে স্কুলগুলিকে টাকা জমা দেওয়ার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের
সালেকের বাড়ি কাবুল বিমান বন্দর থেকে প্রায় চার কিমি দূরে৷ তাঁরই বাড়ির ছাদে সেদিন মার্কিন বিমান থেকে দুজনের দেহ পড়ে৷ সেই ভয়ভ্কর ঘটনার বিষয়ে সালেক তাঁর দিল্লির আত্মীয়কে ভিডিও কলের মাধ্যমে বলেন, ছাদে পড়া দেহ দুচির মাথা ও পেট ফেটে যায. আমি সঙ্গে সঙ্গে শাল ও স্কার্ফ এনে দেহ দুটি ঢেকে দিই৷ পরে দেহ দুটি মসজিদে নিয়ে গিয়েছিলাম।” তবে, একজনের জামার পকেটে থাকা জন্ম সার্টিফিকেটে নাম সাফিউল্লাহ হতাক ছিল৷ যিনি তিনি ডাক্তার ছিলেন৷ দ্বিতীয় জন ফিদা মহম্মদ৷ দুজনেরই বয়স ত্রিশ বছরের কম৷আরও পড়ুন- সেদিনের ভয়াবহ ঘটনার পর, সালেকদের মতো অসংখ্য পরিবার চোখের সামনে কাবুলকে বদলে যেতে দেখছে। সালেক ফের বলেন, “কাবুলের রাস্তাগুলি জনশূন্য … কোনও পুরুষ বা মহিলাকে দেখা যায় না। “ভয়ের পরিবেশ আছে। যদি সুযোগ পাই, আমিও আফগানিস্তান ছেড়ে অন্য কোনো দেশে চলে যাব।”কারণ, প্রতি মুহূর্তে ভয় তাড়া করে বেড়াচ্ছে৷
আরও পড়ুন- পুলিশি অভিযানে গ্রেফতার কুখ্যাত নক্শাল নেতা রমেশ গঞ্জু
সে দিন বিমানের ভিতরে জায়গা হয়নি৷ তাই, প্রাণ বাঁচাতে বিমানের বাইরের অংশের বিভিন্ন জায়গায় আঁকড়ে আশ্রয় নিয়েছিলেন অনেকেই৷ সেই বিমান আকাশে উড়তেই তাদের মধ্যে দুই জন পড়ে যান৷ সোমবার কাবুল বিমান বন্দেরর ঘটনা৷ এমনটাই দাবি আফগানিস্তানের তোলো নিউজ-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার৷ শুধু তাই নয়, বিমান থেকে মানুষ পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়৷
আরও পড়ুন- বাড়িতে বানিয়ে ফেলুন বনানা ওয়ালনাট টি কেক
আফগান আসভাকা নিউজ এজেন্সি-র আপলোড করা এগারো সেকেন্ডের ভিডিও-তে দুজনকে পড়ে যেতে দেখা যায়৷ সেই ভিডিও আপলোডের কিছুক্ষণ পরে আরও একটি ভিডিও-তে অজ্ঞাত পরিচয়দের দেহাংশ স্থনীয়দের বাড়ির ওপর ও সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে৷ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সি-১৭ মার্কিন সেনার বিমানের টায়ার থেকে দুজন পড়ে যায়৷