টোকিও: প্যরালিম্পিক্সে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন ভারতীয় তারকারা৷ মঙ্গলবার ভারতের ঝুলিতে এল একটি রুপো ও দুটি ব্রোঞ্জ৷ হাইজাম্পে রুপো জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু৷ T63 বিভাগে ব্রোঞ্জ শরদ কুমারের৷
পুরুষদের হাইজাম্পে টি ফর্টিটু বিভাগে নেমেছিলেন থাঙ্গাভেলু৷ মাত্র দু পয়েন্টের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান তিনি৷ অল্পের জন্য সোনা হাতছাড়া তাঁর৷
Mariyappan Thangavelu wins SILVER Medal in the Men's High Jump T63 Final event.#Tokyo2020 | #Paralympics | #Praise4Para | #ParaAthletics pic.twitter.com/zzRoM1PmTm
— Doordarshan Sports (@ddsportschannel) August 31, 2021
গত রিও অলিম্পিকে হাইজাম্পে সোনা জিতেছিলেন থাঙ্গাভেলু৷ এবারও সোনা জয়ের লক্ষ্যেই নেমেছিলেন তিনি৷ কিন্তু শেষপর্যন্ত পারেননি৷ ১.৮৬ পয়েন্ট নিয়ে রুপোর মেডেল গলায় তোলেন তিনি৷
Silver for @189thangavelu in the men's high jump T42 to add to his Gold in Rio! Very well fought!
And Bronze for @sharad_kumar01 as well in the same event. The whole nation is so proud of you both! #Praise4Para #ParaAthletics— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) August 31, 2021
একইসঙ্গে ব্রোঞ্জ জিতেছেন শরদ কুমার৷ পদক জয়ের পরই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে সোশ্যাল সাইটে৷ একইসঙ্গে এখনও পর্যন্ত ১০টি পদক জিতল ভারত৷ ছাপিয়ে গেল চোকিও অলিম্পিকের পারফরম্যন্স৷