বাঁকুড়া: আগামী শুক্রবার ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়ে আগেই মাওবাদীরা পোস্টার দিয়েছিল ঝাড়গ্রামের বিনপুরে। এবার সেই বনধ না মানলে মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়ে হুঁশিয়ারি পোস্টার মাওবাদীদের। বুধবার বাঁকুড়ার রাইপুর থানার খয়েরবনি ও ফুলকুসমা এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। পরে পুলিস এসে সেগুলি ছিঁড়ে ফেলে।
মাওবাদীদের নামাঙ্কিত সাদা কাগজে লাল কালিতে লেখা, রাজ্য সরকারের ক্রিমিন্যালদের স্পেশাল হোমগার্ড পদে চাকরি দেওয়ার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল বাংলা জুড়ে বনধ পালন করার আবেদন জানানো হয়েছে। বনধ না মানলে মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই পোস্টারে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মাওবাদী শীর্ষ নেতা কিষানদা ওরফে প্রশান্ত বসু গ্রেফতার হওয়ার প্রতিবাদে মাওবাদীরা বনধ ডেকেছিল। সেই বনধে ভালো সাড়া পড়েছিল বাঁকুড়া-সহ জঙ্গলমহলের জেলাগুলিতে। তার তিন মাস পরে ফের মাওবাদীরা ৮ এপ্রিল বনধের ডাক দিয়েছে। পুলিস সুপারের দাবি, পোস্টারগুলি মাওবাদী পোস্টার নয়। এই পোস্টারের সঙ্গে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: SSC Calcutta HC: এসএসসির উপদেষ্টা কমিটির আরও দুই সদস্যকে আজ সিবিআই হাজিরার নির্দেশ