কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে তাণ্ডবের ঘটনায় সোমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিশ্বভারতীর প্রসঙ্গ তুলে আনলেন মমতা। তাঁর অভিযোগ, কেন্দ্রের অধীনে থাকা ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কেন গ্রেফতার করা হল না?’
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের প্রশ্ন ওঠে। এ বিষয়ে মমতা স্পষ্ট জানান, ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিশ্বভারতীর ক্ষেত্রে কেন্দ্র কেন কোনও পদক্ষেপ করছে না? মুখ্যমন্ত্রীর কথায় বলেন, ‘বিশ্বভারতীতে যা হচ্ছে দেখুন। সেখানে কেন্দ্র কোনও পদক্ষেপ করল না কেন? কাউকে গ্রেফতার করা হয়েছে? ভিসি-কে গ্রেফতার করা হয়েছে?’ ভিসি বিদ্যুত চক্রবর্তীর নাম না করে মমতার আরও অভিযোগ, ‘ভদ্রলোক যা করছেন, সেখানে কোনও অ্যাকশন নেওয়া হল না কেন?’ অথচ, কটু কথা বলার জন্যই আলিয়ার ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মমতা আরও বলেন, আপনারা জানেন আলিয়াতে একটা সেকশন পড়াশোনা করে। তাঁরা সকলেই ভাল। সেখানে ছাত্র-ছাত্রীদের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তবুও যে একটু কটু খারাপ কথা বলেছে তাঁকে অ্যারেস্ট করেছে।
আরও পড়ুন-Mamata Banerjee : কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করছে, সুর চড়ালেন মমতা
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ধৃত গিয়াস উদ্দিনকে সোমবার বারাসাত কোর্টে তোলা হয়। তার সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তার দাবি, আমি ছাত্রদের জন্য আন্দোলন করতে গিয়েছিলাম। আমি অবশ্যই টিএমসিপি করি। ভিসি দুর্নীতিগ্রস্ত। অযোগ্যদের পিএইচডি-তে চান্স করিয়ে দিয়েছে ভিসি। অন্য পড়ুয়াদের জন্য আমি ভিসির কাছে গিয়েছিলাম।