জলপাইগুড়ি: ময়নাগুড়িতে নাবালিকা নির্যাতনের ঘটনায় পুলিসি তদন্তেই আস্থা রাখল পরিবার। পুলিসের তদন্তে খুশি নির্যাতিতার বাবা। তিনি জানিয়ে দিলেন পুলিস ভাল কাজ করছে। তাই তাঁরা সিবিআই তদন্তের দাবি থেকে সরে আসছেন।
নির্যাতিতার বাবার দাবি, মেয়ের ঝলসানো চেহারা দেখে তিনি মাথা ঠিক রাখতে পারেননি। তাই তখন তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন। কিন্তু ঘটনার পর পুলিস চার অভিযুক্তকে গ্রেফতার করায় তিনি খুশি।
মাসখানেক আগে ময়নাগুড়িতে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, অজয় রায় নাম ওই যুবক শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলে পুলিস এতদিন তাকে গ্রেফতার করেনি। শুধু তাই নয়, অভিযুক্তদের পক্ষ থেকে ক্রমাগত হুমকি আসছিল। একাধিকবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। আর এই হুমকি সহ্য করতে না-পেরে ওই নাবালিকা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার কয়েকদিন পর মৃত্যু হয় নাবালিকার।
আরও পড়ুন: Tamil Nadu Electrocution: তামিলনাড়ুতে মন্দিরের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশু সহ মৃত ১১
এই ঘটনায় ময়নাগুড়ি থানার পুলিস চার জনকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত অজয় রায় এবং তার ভাই তৃণমুল নেতা বিজয় রায়কে।