মঙ্গলকোট: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম কাজী ইমামুল ইসলাম, বয়স ১৬। ইমামুল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কাশেমনগর হাই স্কুলের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মাধ্যমিকের ফল প্রকাশের পরই স্কুলে মার্কসিট আনতে মোটরসাইকেলে চেপে যায় ইমামুল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে গিয়ে ধাক্কা মারে ওই ছাত্র। খবর দেওয়া হয় পুলিসকে। তড়িঘড়ি মঙ্গলকোট থানার পুলিস ও স্থানীয়দের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় মঙ্গলকোট হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ইমামুলকে মৃত বলে ঘোষণা করে।
আরও পড়ুন : Adani Group: কানপুরে দেশের বৃহত্তম অ্যামিউনিশন উৎপাদন কমপ্লেক্স আদানি গ্রুপের হাত ধরে
পরে মঙ্গলকোট থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলকোট হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, ইমামুল এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া মোসগোড়িয়া এলাকায়।