গায়ক অভিনেতা লাকি আলি এই মুহূর্তে কলকাতায়। বহুবছর প্রচারের আলোর বাইরে রয়েছেন লাকি আলি। করোনার সময় অবশ্য স্যোশাল মিডিয়ায় হঠাৎ করেই দেখা যায় তাঁকে।এখনও লাকি আলির গানে মুগ্ধ হয়ে থাকেন দর্শকরা।
এবার তাঁর গান লাইভ শুনতে পাবেন কলকাতার শ্রোতারা। শনিবার গভীর রাতে কলকাতায় এসে পৌঁছন লাকি আলি। ক্রিসমাস উপলক্ষে কলকাতার বোটিং কমপ্লেক্স এলাকায় তিনি গান শোনাবেন।
সিনেমার গান থেকে অ্যালবামের গান , সবেতেই বিভোর থাকতো নব্বইয়ের দশকের শ্রোতারা। এখনও লাকি আলির সুরের জাদুতে মজে শ্রোতারা।