আর নিজের আবেগকে চেপে রাখতে পারলেন না। ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভাঙার পর, দেশের মানুষদের সামনে চোখের জলে ভাসলেন। এই চোখের জল, আনন্দের। কোপা আমেরিকা জয়ের পর বৃহস্পতিবার আর্জেন্টিনার হয়ে প্রথমবার দেশের মাটিতে খেলতে নেমেছিলেন। বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক ম্যাচ ছিল বলিভিয়ার বিপক্ষে। দল জিতল ৩-০ গোলে। তিনটি গোলই করলেন মেসি। হ্যাটট্রিক করলেন। পেলের রেকর্ড ভাঙলেন। এমন জয়ের পর, দু’মাস আগে জেতা কোপা আমেরিকা ট্রফি দেশের মানুষদের সামনে তুলে ধরলেন। আবেগে ভাসলেন। বাঁধ মানলো না তাই চোখের জল।
এতদিন লাতিন আমেরিকা ফুটবলে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে গোলের মালিক ছিলেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে।করেছিলেন ৭৭ টি গোল। বলিভিয়া ম্যাচে ৩টি গোল করে মেসি করে ফেললেন ৭৯ টি গোল।
আরও পড়ুন:হ্যাটট্রিক মেসির, টপকে গেলেন পেলেকে
এক স্মরণীয় মরসুম শুরু হয়েছে মেসির। আবেগের রোলার কোস্টারে চেপে আছেন তিনি।হৃদয়ের ক্লাব বার্সেলোনা ছেড়ে চলে গেছেন পি এস জিতে। যেদিন মেসি বার্সা ছাড়ার আগে সকলের সামনে মনের কথা বলতে উঠেছিলেন, সেদিন তাঁর কান্না সকলের মন ভিজে গিয়েছিল।
আর্জেন্টিনা-বলি্ভিয়া ম্যাচে মাঠে হাজির ছিল ২১ হাজার দর্শক। মাঠের সকলে আর লাইভের ছবিতে মেসির এমন আবেগঘন মুহূর্তের দেখে সকলে মজে রইলেন সারাক্ষণ।
Most beautiful moments ?
— Leo Messi ? (@WeAreMessi) September 10, 2021
মাঠে দাঁড়িয়ে মেসি যা যা বললেন, তা ছিল ভীষণ আন্তরিক।‘এমনভাবে জয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে পারাটাই এক দারুণ ব্যাপার। এর চেয়ে ভালো কিছু হতেই পারেনা। আ্মার মা মাঠে। তাঁর সঙ্গে আমার পরিবারের বাকিরা গ্যালারিতে।প্রচুর কষ্ট করেছে সকলে। আ্জ আনন্দ উপভোগ করছে ওরা সকলে। আজ আ্মি ভীষণ খুশি’।
চার চারবার দেশের হয়ে খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে মেসির। সেই স্বপ্ন বুকে নিয়ে এবারের কোপা আ্মেরিকায় খেলতে নেমেছিলেন মেসি।ফুটবল ঈশ্বর এবার মুখ ফিরিয়ে নেননি। আর এই ট্রফি নাকি তাঁর মনে দারুণ শান্তি দিয়েছে। সেই কথা বলেওছেন,‘এক দারুণ মানসিক শান্তি পেয়েছি ট্রফি জিতে।এই স্বপ্ন বারবার ভেঙেছে।অবিস্মরণীয় এক মুহূর্ত।বিশ্বাসই হচ্ছিল না,ট্রফি জিতে গেছি।এখনও সেই জয়ের ক্লিপিং দেখি, নিজেকে আনুপ্রানিত করতে’।
ছবি:সৌ-টুইটার।