জলপাইগুড়ি: বন দফতরের জালে চিতাবাঘ। অবশেষে ধরা দিল নাগরাকাটা কাবুলডাঙ্গার এক চিতাবাঘ। বেশ কয়েকদিন থেকে এলাকার ত্রাস হয়ে দাঁড়িয়েছিল ওই চিতাবাঘটি। আতঙ্কে ঘুম উড়েছিল চা বাগান শ্রমিকদের।
অনেকদিন ধরেই এই চিতাবাঘের তল্লাশি করছিল বিন্নাগুড়ি বন্য প্রাণী স্কোয়াডের কর্মীরা। কিন্তু সব বিফলে যায়। বুধবার এই চিতাবাঘটিকে কাবু করতে গিয়ে আহত হন দুই বনকর্মী। সারাদিন চেষ্টা করেও ধরা যায়নি সেই চিতাবাঘটিকে। বৃহস্পতিবারও এক গ্রামবাসী ওই চিতাবাঘের হামলায় আহত হয়।
আরও পড়ুন: Jalpaiguri: তীব্র গরম ধূপগুড়িতে বাড়ছে ডায়রিয়া
স্থানীয় সূত্রে খবর, এদিনের হামলার ঘটনার খবর পেয়ে ফের বনকর্মীরা আসরে নামে চিতাবাঘটিকে ধরতে। দীর্ঘ চেষ্টার পর এদিন বিন্নাগুড়ি বন্য প্রাণী এবং খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযানে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় ওই চিতাবাঘটি। পরে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে। বনদফতর সূত্রে খবর, লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসা করা হবে। তারপর তাকে জঙ্গলে ছেড়ে দওয়া হবে বলে।