জলপাইগুড়ি: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ইস্ট হৃদয়পুর এলাকায়। ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোগলকাটা এবং তোতাপাড়া চাবাগানের সীমান্তবর্তী এলাকার মানুষ প্রাতঃভ্রমণে যাচ্ছিলেন। তাঁরাই মৃত অবস্থায় রাস্তার ওপর পড়ে থাকতে দেখতে পান চিতাবাঘটিকে। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের। ঘটনাস্থলে বিন্নাগুড়ি, মরাঘাট ও বানারহাট রেঞ্জের বনকর্মীরা যান। বন দফতরের প্রাথমিক অনুমান, গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। চিতাবাঘটির মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। বন দফতরের কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
আরও পড়ুন: Birth in Train: চলন্তে ট্রেনে প্রসব, চিকিৎসক খুঁজতে গিয়ে লুট টাকা, সহায় রেল পুলিস