এক ড্রাইভে টেনিস কোর্ট থেকে ওয়েব সিরিজের ফ্লোরে ‘লি-হেশ’। অবাক লাগলো ও ঘটনাটা সত্যি। আন্তর্জাতিক টেনিস দুনিয়ায় এই দুই ভারতীয় তারকা জুটি টেনিস কোর্টের বাইরেও অটুট থাকলো। এবার টেনিস কোর্টের বাইরে অর্থাৎ পর্দায় লিয়েন্ডার পেজ মহেশ ভূপতিকে জুটি বাঁধতে দেখা যাবে। নেপথ্যে অতিথি প্লাটফর্ম zee5।
টেনিস কোর্টে তাদের সাফল্য থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ঘাত প্রতিঘাত সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। এই সিরিজের কেন্দ্রবিন্দুতে থাকছেন লি এবং বেশ। ১৯৯২ সালে উইম্বলডনে টেনিস জুটি ইতিহাস তৈরি করেছিলেন। ঐতিহাসিক সেই মুহূর্তের ছোঁয়া ওয়েব সিরিজে দেখানো হবে বলে সূত্রের খবর। এই ওয়েব সিরিজটি পরিচালনা করবেন অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং নীতেশ তিওয়ারি যৌথভাবে। এই পরিচালক জুটি এর আগে ‘দঙ্গল’,’পাঙ্গা’র মত সুপার হিট ছবি উপহার দিয়েছেন। এখন দেখার টেনিস কোর্টের বাইরে পর্দায় এই সুপারহিট জুটি লি-হেশ কি উপহার দেয়। যদিও সৃজন নামকরণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। এদিকে অনুরাগী অর্থাৎ ক্রীড়া ও বিনোদন এই জুটির ওয়েব সিরিজ অভিষেক নিয়ে কৌতূহলের পারো ক্রমশই চড়ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন মহেশ-পত্নী বলিউড অভিনেত্রী লারা দত্ত। এছাড়া দিয়া মির্জা,টুইংকেল খান্নারাও অভিনন্দিত করেছেন এই দুই টেনিস জুটিকে।
অশ্বিনী-নীতেশ জুটির সঙ্গে তাল মিলিয়ে লিয়েন্ডার-মহেশ লাইট-ক্যামেরা-অ্যাকশন এর জগতে কতটা সাড়া ফেলতে পারে তা দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছে অগণিত মানুষ।