পানাজি: টেনিস ব্যাট হাতে ঝড় তুলেছেন । এবার তাঁর হাত ধরেই গোয়ায় ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস । মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
বাংলার সীমানা ছাড়িয়ে প্রথমে ত্রিপুরা পরে অসম এখন গোয়াতেও ক্রমে শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস । গতকালই গোয়ায় পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ প্রথমে তৃণমূলে যোগদান নাফিসা আলি, তারপর যোগদান লিয়েন্ডার পেজের। টেনিস তারকাকে পাশে বসিয়ে মমতার দাবি, “আগামী দিনে আরও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।”
নাফিসার যেমন বাংলার সঙ্গে যোগ রয়েছে তেমনই লিয়েন্ডার পেজের সঙ্গে বাংলার যোগ মজবুত । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই সুসম্পর্ক লিয়েন্ডারের ।
যোগদানের পাশাপাশি গোয়ার মঞ্চ থেকে ফের একবার কংগ্রেসকে আক্রমণ করেন মমতা । যেভাবে দেশে কংগ্রেস প্রতিনিয়ত ক্ষমতা হারাচ্ছে তাকেই তুলে ধরেন মমতা। কংগ্রেসকে আক্রমণ করে নেত্রীর সাফ মন্তব্য,”গত সাত বছর ধরে কংগ্রেস দেশে হেরে চলেছে । অন্যদিকে শক্তি বৃদ্ধি করেছে তৃণমূল ।”