নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) বাঁদরের আক্রমণে আহত আইনজীবী (Lawyer)। দেশের শীর্ষ আদালতে পেলেন না চিকিৎসা। আহত আইনজীবী দ্রুত ফাস্ট এইড ক্লিনিকে। কিন্তু সংস্কারের জন্য ক্লিনিক বন্ধ। নেই ওষুধ। শীর্ষ আদালতের মিউজিয়ামের ঠিক পাসের জি-গেট দিয়ে ঢুকছিলেন আইনজীবী এস সেলভাকুমারী। হঠাৎ বাঁদরের দলের আক্রমণ।
আপনমনে গেট দিয়ে ঢুকছিলাম। হঠাৎই বাঁদরগুলি তেড়ে আসে। যাদের একটি উরুতে কামড়ে দেয়। আশেপাশে কেউ রক্ষা করার মত ছিল না। দ্রুত গিয়েছিলাম কোর্টের ডিস্পেন্সারিতে। কিন্তু সেখানে সংস্কার হচ্ছে। অগত্যা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রার কোর্টের পলিটেকনিকে যাই। কিন্তু সেখানেও কোনA ওষুধ মেলেনি। সেখানে ডাক্তাররা কেবল ক্ষতস্থানটি পরিষ্কার করে দেন। আমাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যেতে বলা হয়। কিন্তু দিল্লি হাইকোর্টের ডিসপেন্সারিতে গিয়ে টিটেনাস ইনজেকশন নিই। পরে ওই হাসপাতাল থেকে প্রথম দিনে তিনটি, পরের দিন আরও দুটি ইঞ্জেকশন নিতে হয়েছে। তার জেরে জ্বরের সঙ্গে মানসিক অস্থিরতায় রয়েছি। জানিয়েছেন ওই আইনজীবী।
আরও পড়ুন: খাবারের লোভে লোকালয়ে হাতির হানা
প্রসঙ্গত, ওই এলাকায় বাঁদরের উৎপাত নিয়ন্ত্রণে বছর দুয়েক আগে সুপ্রিম কোর্ট টেন্ডার ডেকে বাঁদর তাড়ানি লোক নিয়োগ করেছিল। পরবর্তীকালে দিল্লি হাইকোর্টে বাঁদরের বাঁদরামি বন্ধ করার দাবিতে জনস্বার্থ মামলা হয়। কিন্তু পরিস্থিতি এখন কেমন, তা বুঝেছেন ওই আইনজীবী।
আরও খবর দেখুন