মেঙ্গালুরু: মন্দির-মসজিদ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কর্নাটকের বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার। তিনি বলেন, ৩৬ হাজার মন্দির ধ্বংস করা হয়েছে। তার উপর মসজিদ তৈরি করা হয়েছে। মুসলিমরা অন্যত্র মসজিদ তৈরি করে নামাজ পড়ুক। কিন্তু আমাদের মন্দিরের উপর মসজিদ তৈরি করতে দেব না। আমি কথা দিচ্ছি, হিন্দুরা ওই ৩৬ হাজার মন্দির আইনিভাবেই পুনরুদ্ধার করবে।
সম্প্রতি কর্নাটকের মেঙ্গালুরুতে একটি প্রাচীন মসজিদের সংস্কার করতে গিয়ে সেখানে হিন্দু মন্দিরের আদলের কিছু নিদর্শন পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে হিন্দুত্ববাদীদের দাবি, ওই মসজিদের নীচে হিন্দু মন্দির ছিল কোনও এক সময়। তা ধ্বংস করে ওই মন্দির তৈরি করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা পুরাতত্ত্ব বিভাগকে চিঠি লিখে আপাতত সংস্কারের কাজ বন্ধ রাখতে বলেছে। তাদের দাবি, আগে এই সংক্রান্ত দলিলপত্র খতিয়ে দেখা হোক। তারপর সংস্কারে চালাক পুরাতত্ত্ব বিভাগ। এই ঘটনা নিয়ে মেঙ্গালুরুতে উত্তেজনাও দেখা দিয়েছে।
কর্নাটকের বিজেপি বিধায়ক ঈশ্বরাপ্পা এরপরই এক লিখিত বিবৃতিতে ৩৬ হাজার মন্দির পুনরুদ্ধারের কথা জানান। এর আগেও ঈশ্বরাপ্পাকে বিভিন্ন সময় মন্দির-মসজিদ নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। দুদিন আগেও তেলঙ্গনার বিজেপি সভাপতি বন্দি সঞ্জয়ও মন্দির-মসজিদ ইস্যুতে মন্তব্য করে দাবি করেন, রাজ্যের বহু মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তার উপরেই তৈরি হয়েছে মসজিদ।