কৃষ্ণনগর: পথ দুর্ঘটনায় আহত ৮০ বছরের এক বৃদ্ধকে অন্যত্র রেফার করায় কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। কৃষ্ণনগর জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন, সুপার এবং নার্সিং সুপারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। একথা জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
কয়েকদিন আগে কৃষ্ণনগরে পথ দুর্ঘটনায় জখম হন ওই বৃদ্ধ। দুটি পা ভেঙে যায় তাঁর। তাঁকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সেই মুহূর্তে হাসপাতালে ৬জন অর্থোপেডিক সার্জন উপস্থিত থাকলেও বিনা চিকিৎসায় তাঁকে রেফার করে দেওয়া হয়। সেই রাতে ওই বৃদ্ধকে একাধিক হাসপাতাল ফিরিয়ে দে বলে অভিযোগ। শেষ পর্যন্ত কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয় দুর্ঘটনায় জখম ওই বৃদ্ধের।
স্বাস্থ্য ভবন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করে বিভাগীয় তদন্ত শুরু করে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে। রেফার রোধে স্বাস্থ্য দফতর নানা ব্যবস্থা নিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ন্যূনতম চিকিৎসা না দিয়ে এবং একান্ত নিরুপায় না হলে কোনও রোগীকে রেফার করা যাবে না। জেলায় জেলায় রেফার আটকাতে নজরদার কমিটিরও ব্যবস্থা করা হয়েছে। কমিটির রিপোর্ট নিয়মিত খতিয়ে দেখেন স্বাস্থ্য সচিব এবং দুই স্বাস্থ্য অধিকর্তা।
আরও পড়ুন: Behala TMC Clash: বেহালায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অভিযুক্ত যুবনেতাকে বহিষ্কার করল দল
এরপরও কেন কলকাতা এবং জেলাগুলিতে রোগী রেফার আটকানো যাচ্ছে না, তা নিয়ে স্বাস্থ্য দফতরের অন্দরেই প্রশ্ন উঠেছে। এক স্বাস্থ্যকর্তা বলেন, জেলায় অনেক হাসপাতালে পরিকাঠামো খারাপ থাকা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকরা অনেক ঝুঁকি নিয়ে জটিল অপারেশনও করেন এবং সফলও হন। এরকম উদাহরণ অনেক আছে। তা সত্ত্বেও কৃষ্ণনগর জেলা হাসপাতাল কেন ওই রোগীকে ফিরিয়ে দিয়েছে, তা বিস্তারিত জানার জন্যই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।