কলকাতা: শহরবাসীকে নিরাপত্তা দিতে কলকাতা পুলিস দায়বদ্ধ বলে মন্তব্য করলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল। বৃহস্পতিবার তিনি বলেন, শহরে যে কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে পুলিস দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করছে। আইনশৃঙ্খলার প্রশ্নে কলকাতা পুলিস আপসহীনভাবে কাজ করেছে বলেও দাবি বিনীত গোয়েলের।
এদিন পুলিস কমিশনার মেনে নেন, গত কয়েকদিনে ষহরে বেশ কয়েকটি অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। পাশাপাশি তাঁর দাবি, সব ক্ষেত্রেই বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
কমিশনার জানান, লেক গার্ডেন্স থেকে বাঁশদ্রোনীর ঘটনায় সব দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কসবার ঘটনাতেও রাতে খবর আসার সঙ্গে সঙ্গে পুলিস তৎপর হয়ে কাজ করেছে।
আরও পড়ুন: Leopard Recovered: বিন্নাগুড়িতে চিতাবাঘ ঘায়েল ঘুমপাড়ানি গুলিতে
বিনীত গোয়েল বলেন, কলকাতা পুলিস নিয়মিত বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে। দু-একটি ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারও করা হয়েছে। শহরবাসী যাতে নিরাপদে বসবাস করতে পারেন, তার ব্যবস্থা করতে পুলিস সব সময় সক্রিয় ভূমিকা পালন করে থাকে।
এদিন কলকাতার পুলিস কমিশনার শহরের বেশকিছু ট্রাফিক পয়েন্ট্ ডিউটিরত পুলিসকর্মীদের হাতে গ্লুকন ডি, ওআরএস এবং ছাতার তুলে দেন। দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধপত্রও।